• বিনোদন

    ‘আমি গ্রামের সাধারণ মেয়ে’

      প্রতিনিধি ১৭ জুন ২০২৩ , ৩:১১:০৭ প্রিন্ট সংস্করণ

    বিদ্যা সিনহা মিম

    (দিনাজপুর২৪.কম) ঈদে অ্যাকশন ও থ্রিলার ঘরনার সিরিজ নিয়ে আসছেন সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাম ‘মিশন হান্টডাউন’। এতে তিনি অভিনয় করেছেন নীরা চরিত্রে। তার সহশিল্পী মাহিদ চরিত্রে আছেন এফএস নাঈম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

    ‘মিশন হান্টডাউন’ প্রসঙ্গে মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’ এর গল্পটিও সেরকম। যার প্রমাণ ইতিমধ্যেই দর্শকরা পেয়েছেন। গতকাল শুক্রবার ট্রেলার প্রকাশের পর দেখলাম, অনেকেই কাজটির প্রশংসা করছে। তারা অপেক্ষায় আছে পুরো গল্পটি দেখার।’

    গল্পে আপনার চরিত্রটি প্রসঙ্গে কিছু বলুন। উত্তরে পর্দার নীরা বলেন, ‘এতে আমি গ্রামের সাধারণ মেয়ে। যে কিনা সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। তারপর পুলিশের সাহায্য চায়। কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। গল্পে সে একজন সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে একসঙ্গে মিশন শুরু করে তারা। এরপর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। গল্পটা কাউকে নিরাশ করবে না- এটা নিশ্চিত।’

    ‘মিশন হান্টডাউন’ সিরিজে নাঈম-মিম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতুসহ অনেকে। কোরবানির ঈদ উপলক্ষে সিরিজটি আগামী ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে। -নিউজ ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content