প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৯:০২:৫৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিসিবি থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের বিপিএল হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সেই সময় কিছুটা পেছাতে পারে। তাই, প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে বিপিএল।
বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার বিসিবিতে সভা শেষে বলেন, ‘প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে একটি উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলংকা সিরিজ আছে।’