• Top News

    সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

      প্রতিনিধি ৩০ জুন ২০২৩ , ৩:২৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর সদরঘাটের ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ শুক্রবার বেলা ১১টায় লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর আসে। ১১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। দুপুর ১২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

    তিনি আরও জানান, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content