প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৮:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। গোলবারে ক্ষিপ্রতা দেখানোর জন্য বাংলাদেশের ভক্তরা তাকে ডেকে থাকেন ‘বাজপাখি’ নামে।
মার্তিনেজকে বাংলাদেশে নিয়ে আসে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট। সোমবার ভোরে বাংলাদেশে পৌঁছান মার্তিনেজ। ঘণ্টা তিনেক হোটেলে বিশ্রাম নিয়েই ফান্ডেড নেক্সটের বাড্ডায় অবস্থিত কার্যালয়ে যান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশে আসা উপলক্ষে মার্তিনেজের হাতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেগুলো তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ‘মার্তিনেজকে বাজপাখি (প্রতিকৃতি) উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে তিনি খুবই খুশি হয়েছেন।’ এছাড়া বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি পাটের তৈরি নৌকা এবং বঙ্গবন্ধুর বই।
বাজপাখি নামটি বেশ পছন্দ হয়েছে মার্তিনেজের। বেশ কয়েকবার তাকে এই নামটি উল্লেখ করতে দেখা গেছে সেটি। ফেসবুক পেজে জুনাইদ আহমেদ পলকও জানিয়েছেন সেই কথা। তিনি লেখেন, ‘বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসার নাম বাজপাখি হিসেবে নিজেকে পরিচয় দিতে সে খুব আনন্দিত ও উচ্ছ্বসিত। সে আবারও বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের সাথে ফুটবল খেলতে চায় এবং বাংলাদেশের মানুষের সাথে সময় কাটাতে চায়। বিশ্বসেরা গোলরক্ষকের পাশাপাশি এমি মার্টিনেজ একজন দারুণ মানুষ।’ -নিউজ ডেস্ক