প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৮:০২:২২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস হলেও এটি আইন না হওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হয়। এতে ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমে যাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেছেন, ইসির ক্ষমতা খর্ব করা হয়নি।
আরপিও সংশোধনী বিলের বিষয়ে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল ও আইন এক নয়।’
তিনি বলেন, ‘বিল যেটি পাস হয়েছে, রাষ্ট্রপতি যদি সম্মতি দেন, তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। তার আগে পর্যন্ত আমি নিশ্চিত নই। তারপর আমি অবশ্যই কথা বলব। বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থানটা কী।’
ইসির ক্ষমতা খর্ব হওয়ার বিষয়ে সিইসি বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কথা বলব না। একটু ওয়েট করুন। মনে হয় দুই-এক দিনের মধ্যে জানতে পারব রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না। আমরা আপনাদের (সাংবাদিকদের) বলব। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেব বিলটা সম্পর্কে। এটাকে আইন হতে দিন। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ -ডেস্ক রিপোর্ট