প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১১:১২:৫৭ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিশিষ্ট ও প্রথিতযশা সাংবাদিক শেখ আবুল হাসনাত দীর্ঘ ৪ বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৯ জুলাই ২০২৩ বুধবার সকাল ৬ টায় দিনাজপুর উপশহরস্হ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, অসংখ্য আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর দিনাজপুর উপশহরস্হ ফরিদপুর কবরস্থানে তার নামাজে জানাজা শেষে তাঁর পিতা-মাতার কবরের পাশে চির সমাহিত করা হবে।
উল্লেখ্য, শেখ আবুল হাসনাত অসাধারণ মেধাবী ছাত্র হিসেবে দিনাজপুর জিলা স্কুল থেকে ১৯৬৮ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষা পাশ করেছিলেন। দিনাজপুর সরকারি কলেজ থেকেই তিনি ১৯৭০ সালে এইচএসসি এবং ১৯৭২ সালে বিএ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি এতই মেধাবী ছাত্র ছিলেন যে, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা তার পক্ষে কোনো বিষয়ই ছিল না। তিনি সাংবাদিকতাকে এতটাই ভালোবেসেছিলেন যে, তাঁকে অনেক ভালো ভালো চাকরির প্রস্তাব দেওয়া সত্বেও সাংবাদিককতা ছাড়া অন্য কোনো চাকুরিতে এবং দিনাজপুরের বাহিরে যেতে রাজি ছিলেন না।
শেখ আবুল হাসনাত দীর্ঘ চার বছর অর্থাভাবে সঠিক চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে জীবনযুদ্ধে পরাজিত হয়ে বেঁচে ছিলেন।
শেখ আবুল হাসনাতের মৃত্যুতে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হওয়াসহ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের এ শোক সহ্য করার তৈফিক প্রদানসহ সমবেদনা প্রকাশ করেছেন দিনাজপুর জিলা স্কুল ১৯৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্টের সভাপতি এ.কে শফিকুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক এড. এম এ মজিদ, সাপ্তাহিক আজকের দিনাজপুরের সম্পাদক ও প্রকাশক আব্দুল মজিদ, দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকের সম্পাদক এস, আকাশ।