• Top News

    দুই নারীকে নগ্ন করে প্যারেডের পর ধর্ষণ, ভারতজুড়ে তোলপাড়

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৩:০৯:১৩ প্রিন্ট সংস্করণ

    জাতিগত সহিংসতায় কয়েকমাস থেকে উত্তাল মণিপুর

    (দিনাজপুর২৪.কম) ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য গত কয়েক মাস থেকে উত্তাল। এবার নতুন করে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটাচ্ছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

    আজ বৃহস্পতিবার মোদি বলেছেন, জঘন্য ওই ভিডিও-এর ঘটনায় হৃদয় আমার যন্ত্রণা ও ক্রোধে ভরে গেছে। অভিযুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। দেশটির পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে মোদি আরও বলেন, জাতিকে আমি নিশ্চিত করাতে চাই কোনো অপরাধীই রেহাই পাবে না। দেশের আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।

    ক্ষুব্ধ ভারতের প্রধানমন্ত্রী 

    মণিপুরের এ ঘটনা যেকোনো সভ্য জাতির জন্য লজ্জাজনক। এতে পুরো দেশ লজ্জিত হয়েছে বলে উল্লেখ করেছেন মোদি। এমন ঘটনা টুইটারে ভাইরাল হওয়ায় টুইটারের বিরুদ্ধেও দেশটির সরকার পদক্ষেপ নিতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে এ ভিডিও বন্ধে দেশটির আইটি মন্ত্রণালয় কাজ করছে বলে সূত্রের বরাতে বলা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্যারেড করায়। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৪ মে রাজ্যে এ ঘটনা ঘটেছে।

    ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে 

    মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় মেইতেই জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলে বাস করা কুকির মধ্যে সংঘাত বাধার একদিন পরেই এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।

    গতকাল এ ভিডিও ভাইরাল হলে ব্যাপক নিন্দা ও এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যে এ নিয়ে একটি মামলা দায়ের করেছে। এনডিটিভি জানিয়েছে, একজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

    মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ এ ঘটনা গুরুত্ব সহকারে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content