• Top News

    শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের স্বাধীনতা থাকবে না’

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ৮:১২:২৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

    আজ শুক্রবার জামালপুরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামালপুরের মাদারগঞ্জের নুরুননাহার মির্জা কাশেম অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই সভার আয়োজন করা হয়।

    মির্জা আজম বলেন, ‘বিশ্বাসঘাতক বেঈমান জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতাকে ব্রিটিশ কিংবা আমেরিকানদের হাতে তুলে দিতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই আমাদের অন্ত্যন্ত সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।’

    সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। দেশের স্বাধীনতা বিদেশিদের কাছে তুলে দিতে চায়।

    তিনি বলেন, ‘টানা ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মাথাপিছু আয় বেড়েছে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন সালেহ শফিক গেন্দা, আব্দুল্লাহ আল আমিন চাঁন, মির্জা গোলাম কিবরিয়া কবির, দৌলতুজ্জামান দুলাল হাজি, রায়হান রহমতুল্লাহ রিমু, জাহিদুর রহমান উজ্জল প্রমুখ। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content