প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৯:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গত ২০ জুলাই মুজিবনগর উপজেলায় সম্লেলন কক্ষে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) এর আয়োজনে “ মাদকমুক্ত আলোকিত যুব সমাজ ” প্রকল্প ( এফডি -৬ ) অবগতকরন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্টিত হয়। আসন গ্রহন, জাতীয় সংগীত ও প্রবীত্র কোরআন তেলাওয়াত , গীতা ও বাইবেল পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব অনিমেষ বিশ্বাস , নির্বাহী অফিসার, মুজিবনগর উপজেলা ও সভাপতি মিসেস গ্লোরিয়া বাড়ৈ, উপ পরিচালক, বি ওয়াই এফসি, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি, মুজিবনগর। অনুষ্ঠানে মাদকমুক্ত আলোকিত যুব সমাজ প্রকল্প ( এফডি -৬) কার্যক্রম বিষয়ক উপস্থাপনা করেন মার্ক রিপন সরকার, হেড অব প্রোগ্রামস, বি ওয়াই এফসি প্রধান কার্যলয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা উপজেলা মহিলা বিষয়ন কর্মকর্তা, শামিমুল ইসলাম, মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আনারুল ইসলাম , প্রধান শিক্ষক, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, বি ওয়াই হাই- ক্লাব, টিন অনুষ্ঠানে সংগীত পরিচালনা করে বি ওয়াই এফসি ভলান্টিয়ার, টিন ক্লাব সদস্যা/ সদাস্যা বৃন্দ। , সভাপতির শুভেচ্ছা ও সমাপনির বক্তব্য মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।