• Top News

  সোমবার জেলা ও বিভাগীয় শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৮:১০:২২ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) ঢাকায় অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের সব জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

  শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  ঢাকার বিভিন্নস্থানে নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, রোববারই কর্মসূচি দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সরকারি দল এদিন কর্মসূচি দেয়ায় বিএনপি একদিন পর কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। -নিউজ ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।