• Top News

    ক্যাম্পে ‘আরসা’র গুলিতে রোহিঙ্গা নিহত

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ২:৩৯:০২ প্রিন্ট সংস্করণ

    রোহিঙ্গা ক্যাম্প

    (দিনাজপুর২৪.কম) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আরসা’ সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

    নিহত মো. সলিম উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মো. নজির হোছনের ছেলে।

    স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৫ ব্লকে আরসা’র একদল সন্ত্রাসী মো. সলিমকে গুলি করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা জানান, সলিমের পায়ে গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে। তারপরও ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

    নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content