• সারাদেশ

    মেহেরপুর মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৫১:১২ প্রিন্ট সংস্করণ

    জন লিটন মন্ডল (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) “মানুষই মুখ্য মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন ” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে রোববার সকাল ১১ টায় র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে জেলা প্রশাসক চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক চত্ত্বরে গিয়ে মানববন্ধন করে। এ সময় সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকি, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এডি শিরিন আক্তার, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য্য, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত ছিলেন ও আরো উপস্থিত ছিলেন জন অমৃত মন্ডল, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স,( বি ওয়াই এফসি) মুজিবনগর, মেহেরপুর, চেলসি সিমু বায়েন, অর্পিতা নবাব, মৌসুমী মন্ডল, জনি মন্ডল, পিপাসা মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, বি ওয়াই এফসি, ভলান্টিয়ার বৃন্দ। মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টি টি সি) ছাত্র ও শিক্ষক মন্ডলী, যুব উন্নয়ন ছাত্র/ ছাত্রী ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রীসহ মোট ৪৩০ জন উপস্থিত ছিলেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content