প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ৪:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) ইংল্যান্ডে পুরুষদের পাশাপাশি চলছে নারীদের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে সাউদার্ন ব্রেভ দলটির হয়ে খেলছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মেইল্টান ব্রাউন। এক সাক্ষাৎকারে ব্রাউনকে ‘কিছুটা বার্বির মতো’ বলে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক ক্রিস হিউজেস। পরে তাকে সতর্ক করেছে বিবিসি।
হিউজেসকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ব্রাউন জানাচ্ছিলেন, টুর্নামেন্ট শুরুর আগে দলের সবাই মিলে দেখেছেন ‘বার্বি’ সিনেমা। পরে ৩০ বছর বয়সী হিউজেস বলেন, ‘নীল চোখের কারণে তুমি নিজেই অনেকটা বার্বি, তাই নয় কি?’ একথা শুনে হেসে দেন ব্রাউন। হিউজেস তখন বলে উঠেন, ‘সে (ব্রাউন) এখন লজ্জা পাচ্ছে।’
এমন সাক্ষাৎকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন হিউজেস। বিবিসির এই সাংবাদিকের মন্তব্যকে ‘যৌনতাকেন্দ্রিক এবং অনুপযুক্ত’ বলছেন অনেকে। বিষয়টি নজরে এসেছে বিবিসি কর্তৃপক্ষেরও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হিউজেসের ব্যাপারটি তারা আমলে নিয়েছে এবং জোর দিয়ে বলেছে, সম্প্রচারের সময় অমন বক্তব্য যথোপযুক্ত ছিল না।
কিছু ক্রিকেটভক্ত এ ঘটনায় হতাশা প্রকাশ করে হিউজেসকে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন। এক টুইটার ব্যবহারকারী এমন উপস্থাপক নিয়োগের জন্য বিবিসির কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ‘বিবিসি স্পোর্টের আসল অবস্থা। ‘‘ব্যাটসম্যান (উপযুক্ত শব্দ ব্যাটার)’’, ‘‘তুমি অনেকটা বার্বির মতো’’। যুক্তরাজ্যে অনেক তরুণ ক্রিকেট সাংবাদিক প্রতিভা আছে, আর আপনারা (বিবিসি) এমন একজন অথর্বকে উপস্থাপক করলেন।’
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এই ঘটনা ক্রীড়া সংবাদ প্রচারের ক্ষেত্রে উপযুক্ত ও লিঙ্গ সংবেদনশীল ভাষা ব্যবহারের বিষয়টি নিয়ে সাবধান হওয়ার কথা আবারও মনে করিয়ে দিল। -অনলাইন ডেস্ক