প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ৫:০৫:২৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির দিন গত শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সড়কে ফেলে লাঠিপেটা করে পুলিশ। সেখান থেকে রক্তাক্ত এই নেতাকে হেফাজতে নিয়ে রাজারবাগ হাসপাতালে চিকিৎসা দেয় পুলিশ। পরে সেখান থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে মধ্যাহ্নভোজের বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে।
সেদিন ডিবি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় গয়েশ্বরের হাতে একটি লাল ব্যাগ দেখা গিয়েছিল। সেটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে যে, মধ্যাহ্নভোজের পর বাসার জন্য সোনারগাঁও হোটেলের খাবারের একটি প্যাকেট নিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়।
তবে সেই ব্যাগের ভেতরে আসলেই কী ছিল, সে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তার মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়। গতকাল বুধবার বিকেলে এক সমাবেশে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
অপর্ণা রায় বলেন, ‘আমরা দেখেছি গয়েশ্বর রায়কে হেনস্তা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। গুঞ্জন রটিয়েছে যে, গয়েশ্বর রায় ডিবি অফিসে মধ্যাহ্নভোজের পর বাসার জন্য সোনারগাঁও হোটেলের একটা খাবার প্যাকেট নিয়ে গেছেন। এগুলো ভুল তথ্য। কারণ, আমি সেখানে ছিলাম। গাড়িতে ওঠার পরে আমার হাতেই ছিল সেই প্যাকেটটি।’
গয়েশ্বরকন্যা বলেন, ‘আমার বাবার পেসার লো থাকায় হাসপাতালের চিকিৎসার পর ডাক্তার কিছু স্যালাইন ও ওষুধ দিয়েছিল। সেই ব্যাগেই ছিল ওষুধগুলো।’
‘সোনারগাঁও হোটেলের প্যাকেট কখনো এমন থাকে না। আপনারা একটু চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে’, যোগ করেন অপর্ণা রায়।
গত ২৯ জুলাই নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমার বাবা গয়েশ্বর রায়কে সেদিন যেভাবে মাটিতে ফেলে নির্যাতন করা হয়েছে, তা ’৭১-এর বর্বরতাকে হার মানিয়েছে।’ -নিউজ ডেস্ক