• Top News

    ওমানে আটক বাংলাদেশী এমপিসহ ১৭ জনের মুক্তি

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ৬:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন - ছবি : ইউএনবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ জন বাংলাদেশীকে ওমানে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে কেউ পুলিশ হেফাজতে নেই। ১৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, বৈঠক করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল। ওমানে বৈঠক করার জন্য অনুমতি লাগে।

    আটকের পর ওমানে বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেয়া হয়।

    মঙ্গলবার মাস্কাটের হাফফা হাউস হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

    সূত্র : ইউএনবি

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content