• Top News

    ৪১ বিসিএস: পুলিশ ও প্রশাসনে প্রথম ঢাবির জাহিদ ও নাঈমুর

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৬:৪৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    পুলিশ ও প্রশাসনে প্রথম ঢাবির জাহিদ হাসান ও নাঈমুর রহমান। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সদ্য প্রকাশিত ৪১তম বিসিএসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক দুই ছাত্র জাহিদ হাসান পুলিশ ক্যাডারে প্রথম এবং প্রশাসন ক্যাডারে নাঈমুর রহমান প্রথম হয়েছেন। জাহিদ হাসান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইবিএ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। ২০১২ সালে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হল ও আইবিএ হোস্টেলের আবাসিক ছাত্র ছিলেন। ৪০ তম বিসিএসে তিনি সমবায় ক্যাডারে যোগদান করেছেন।

    নাঈমুর রহমান ঢাবির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। ২০১০ সালে চট্টগ্রামের টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বিজয় ৭১ হলের আবাসিক ছাত্র ছিলেন।

    উল্লেখ্য, ৪১তম বিসিএস পরীক্ষায় মোট ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content