• খেলাধুলা

    বিশ্বকাপে নারী খেলোয়াড়ের শরীরে হাত দেওয়ার অভিযোগ কোচের বিরুদ্ধে

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৬:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ

    জাম্বিয়া নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ থেকে এরই মধ্যে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকান দেশ জাম্বিয়া। বাদ পড়লেও আলোচনায় আছে দেশটি। দলটির এক ফুটবলারের বুকে অনুশীলনের পর কোচ ব্রুস মোয়াপি হাত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

    অপরাধের ধরন উল্লেখ না করে ফিফার একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়ে জানাচ্ছি, জাম্বিয়ান নারী ফুটবলকে ঘিরে একটি অভিযোগ আমরা পেয়েছি এবং বর্তমানে এটি তদন্তাধীন আছে। অসদাচরণের অভিযোগকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে ফিফা এবং কেউ যদি এমন ঘটনা নিয়ে রিপোর্ট করতে চায় তাহলে পরিস্কার পদ্ধতি আছে।’

    এদিকে, ফিফা তদন্ত শুরু করলেও খেলোয়াড়দের কাছ থেকে এমন অভিযোগের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে জাম্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘কোচের অসদাচারণের বিরুদ্ধে আনা এমন অভিযোগ আমাদের কাছে বিস্ময় হিসেবেই এসেছে।’ সংস্থাটি খেলোয়াড় এবং স্টাফদের কাছ থেকে ‘সততা এবং স্বচ্ছতার সর্বোচ্চ মান’ দাবি করে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

    জাম্বিয়ার ফেডারেশন জানায়, গণমাধ্যম এবং ফিফার মাধ্যমে অনুশীলনগুলো চিত্রায়িত করা হয়েছে। সেখানে এমন কোনো ঘটনা দেখা যায়নি। যদি আনুষ্ঠানিক কোনো অভিযোগ এবং প্রমাণ পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।

    বিশ্বকাপ চলাকালে অভিযোগের ব্যাপারে অনেকবারই জানতে চাওয়া হয়েছে মোয়াপির কাছে। তবে তিনি এমন অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন। পদত্যাগের দাবিকেও উড়িয়ে দিয়েছেন তিনি।

    সাংবাদিকের প্রশ্নের জবাবে মোয়াপি বলেন, ‘আপনি কোন বিষয়ে কথা বলছেন? আমিও জানতে চাই কারণ আমি কোনো কারণ ছাড়া পদত্যাগ করবো না। আপনারা হয়তো গণমাধ্যম বা পত্রিকা থেকে পড়ে এসব বলছেন, কিন্তু আসল সত্যটা বের হয়ে আসা দরকার, শুধু গুঞ্জন নয়।’ -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content