প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৬:৫২:১৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কী বলল, কিংবা যুক্তরাজ্য কী বলল, বা ভারত কী বলল তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার, আমাদের মানুষ কী বলছে। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, ‘‘বিদায় হও, আর সময় নাই’’। যেতে হবে বন্ধুগণ, এই সরকারকে যেতেই হবে।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে এ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা। তিন আজকে মানুষকে মুক্ত করার জন্য, তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য- এই দেশকে, জাতিকে নেতৃত্ব দিচ্ছেন।’ -নিউজ ডেস্ক