• Top News

    ‘এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, পাগলেও বিশ্বাস করে না’

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৬:০৮:৫০ প্রিন্ট সংস্করণ

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। ফাইল ছবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘এই সরকারের আমলে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে সেটি পাগলেও বিশ্বাস করে না। মানুষ কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, ব্যালট বাক্সে দিতে পারে না। গোপন কক্ষে সরকারি দলের লোক দাঁড়িয়ে থাকে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসূফ সেলিমসহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেএসডি সভাপতি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) জ্বালাও-পোড়াও এর কথা বলেন, দেশের অর্থনীতির কথা বলেন, সেই আপনারাই ৩৬৫ দিনের বছরের ১৭৩ দিন হরতাল করেছেন। হোটেল শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে কে? লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে কে? গত ৫০ বছরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন ব্যবস্থা এই দেশে করা গেল না।’

    আ স ম আব্দুর রব বলেন, ‘যারা লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। লুটেরারা জামিন পায়, কিন্তু খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হয়েও জামিন পান না। তার অপরাধ তিনি বেশি জনপ্রিয়, তার সমর্থন বেশি।’ তিনি বলেন, ‘আজকে দেশটি একটি জাহান্নামে রূপান্তরিত হয়েছে। আজকে একটি মানুষের বিরুদ্ধে ১০০টি মামলা হয়। ৩০ দিনে মাস হয়, ১০০ মামলায় হাজিরা দেবে কখন? ভাত খাবে কখন, ঘুমাবে কখন? লাখ লাখ কর্মী আজকে জেলখানায়। সেখানে জায়গা নেই।’

    জেএসডি সভাপতি বলেন, ‘সামনে খুব খারাপ দিন আসছে। আমাদের কথায় তো আপসে যাচ্ছেন না। তখন কিন্তু রেহাই পাবেন না। রাস্তা-ঘাটে মানুষ ধরবে আপনাদের। এই সরকার জুলুমবাজ, লুটেরা, খুনি, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর। অতএব এদের বিদায় দিতে হবে। সত্য ও ন্যায়ে আন্দোলনে আমরা অবশ্যই জয়লাভ করব। এই সরকারকে ক্ষমতা থেকে যেতে হবে।’ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content