• Top News

    হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড পরিমাণ কাঁচামরিচ আমদানি

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৭:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক দিনে রেকর্ড পরিমাণ কাঁচামরিচ আমদানি হয়েছে। সপ্তাহের শেষ দিনে ওই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। ফলে এক দিনের ব্যবধানে সাপ্তাহিক ছুটির দিনে স্থানীয় বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০-৩০ টাকা। অন্যদিকে বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও পেঁয়াজের দাম বেড়েছে স্থানীয় বাজারে।
    জানা গেছে, দীর্ঘ ১০ মাস পর সরকার অনুমতি দেওয়ায় আবারও গত ২৬ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়। ওই দিন বন্দর দিয়ে প্রায় ৩২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে ভারত থেকে। এরপর কমবেশি কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলেও বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার যে কাঁচামরিচ প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হয়েছে এক দিনের ব্যবধানেই সেই কাঁচামরিচ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা। প্রতি কেজি পেঁয়াজ হিলির বাজারে এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। হিলি বাজারের পাইকারি কাঁচামরিচ ও পেঁয়াজ বিক্রেতা ফারুক হোসেন বলেন, কাঁচামরিচ ও পেঁয়াজ পচনশীল পণ্য। তাই বাজার উঠানামা করে। বৃহস্পতিবার বন্দর থেকে প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকায় কিনে বিক্রি করেছি ১৩০ টাকা। খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৪০ টাকা। কিন্তু পর্যাপ্ত কাঁচামরিচের আমদানি হওয়ায় শুক্রবার প্রতি কেজি ১০০ টাকা কিনে বিক্রি করছি ১১০ টাকা। তবে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি করলেও এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ টাকায়।  হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভারত থেকে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানের ১৪টি ট্রাকে করে আনা ৮১ টন ৮৫৭ কেজি কাঁচামরিচ হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানির সুযোগ দেওয়ার পর গতকাল এ স্থলবন্দর দিয়ে এক দিনে সর্বোচ্চ পরিমাণ কাঁচামরিচ আমদানি হয়েছে।

    হিলি বন্দরের কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠান শম্পা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইদ্রিস আলী বলেন, আমার প্রতিষ্ঠানের নামে ভারতের বিহার থেকে ৩টি ছোট ট্রাকে করে ১২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। মানভেদে এসব কাঁচামরিচের ক্রয়মূল্য পড়েছে ৬০-৬৫ টাকা কেজি। আর হিলি স্থলবন্দরের শুল্ক, অন্যান্য খরচসহ প্রতি কেজির দাম পড়েছে ৯০ থেকে ৯৫ টাকা। এদিকে স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, চলতি বছরের ২৬ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত ভারত থেকে ২৮১ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। এসব কাঁচামরিচ আমদানি অনুমতিপত্রে (আইপি) প্রতি মেট্রিকটনে ১৯৮ মার্কিন ডলার খরচ পড়েছে। হিলি বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।