• খেলাধুলা

    দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার : চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্রাজিল

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৫:৫৯:২২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। সেমিফাইনালে সেলেকাওরা স্বাগতিক চিলিকে ৪-৩ গোলে হারিয়েছে। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছিল ব্রাজিল।

    আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। তবে ম্যাচে দারুণ লড়াই হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ব্রাজিল।

    আসরের প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে। আজই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content