র্যাব-১৩’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩ , ৮:৪২:৫৩
প্রিন্ট
সংস্করণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩, ক্রাইম প্রিভেনশন নীলফামারীর কোম্পানী-২, এর ১টি বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক সিন্ডিকেট অন্যতম মূলহোতা মোঃ রেজাউল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদ বশির আহমেদ শনিবার( ১২ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদে উক্ত মাদক ব্যবসায়ীর নিজবাড়িতে তল্লাশী চালিয়ে মোট ১৩২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের মৃত মোঃ সিরাজুল ইসলামের পুত্র। এই ঘটনায় নীলফামারী র্যাবের পক্ষে মামলা দায়ের করে আসামীকে দিনাজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর
Sponsered content