• Top News

    সয়াবিন তেলের দাম লিটারে কমল ৫ টাকা

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৮:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমেছে। এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।

    রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

    তাদের ঘোষণা অনুসারে, পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম ২৩ টাকা কমে হয়েছে ৮৫০ টাকা। আগে যা ছিল ৮৭৩ টাকা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দামের সমন্বয় করেছে। -নিউজ ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content