• Top News

    কেজিতে ৫ টাকা কমল চিনির দাম

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৮:৫২:২৮ প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩০ টাকায় বিক্রি হবে। বর্তমানে খোলা চিনি এক কেজি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দাম অনুযায়ী প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় বিক্রি হবে। রোববার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content