প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ২:২৩:২২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আওয়ামী লীগের মহাসমাবেশের কাছে বিএনপির মহাসমাবেশ ধারে পাশেও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির কর্মসূচির শেষ পর্যন্ত কি হয় দেখা যায়।’ আজ সোমবার সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ‘হাওয়া থেকে পাওয়া অনেক স্বপ্ন বিএনপির আছে। তারা অনেক দিবাস্বপ্ন দেখেছেন, তাদের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। ’
বিদেশি কোনো বন্ধু কিংবা কংগ্রেসম্যানরা বিএনপির কোনো দাবিকে তুলে ধরেনি বলেও সভায় জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর অধিকার। এ সময় বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের কড়া বার্তা হলো, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ পার্লামেন্ট বিরোধী কিছুই হবে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিরোধী দলবিহীন নির্বাচন হবে না, এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপি ছাড়া অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের দলের মধ্যেও অনেকেই অংশগ্রহণ করবে।’ -নিউজ ডেস্ক