• সারাদেশ

    দিনাজপুরে সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশনের উদ‍্যোগে ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৬:৩১:২২ প্রিন্ট সংস্করণ

    মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে অবস্থিত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিএমডি নির্ণয়ের মেডিকেল ক্যাম্প। দিনব‍্যাপি ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে। সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ‍্যোগে ৩৫শ টাকা ব‍্যয়ে বিএমডি (হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা) সম্পূর্ণ বিনা মুল‍্যে নির্নয়ের ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্পেটি দিনাজপুর সদরের রামসাগর রোড ৬নং আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট পাটুয়াপাড়ায় আল কুরান ইন্টারন‍্যাশনাল মাদ্রাসার নীচ তলায় অবস্থিত। এই ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পটি সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতাল দিনাজপুরের অর্থোপেডিক ও ট্রমা বিশেষঞ্চ এবং সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় বিনামুল‍্যে রুগিদের সেবা প্রদান করা হয়। চিকিৎসা এবং রোগ নির্নয় পরীক্ষা ব‍্যায়বহুল হওয়ায় অনেকেই অর্থোপেডিক্সের বিভিন্ন জটিলতা নিয়ে দীর্ঘদিন কষ্টভোগ করলেও অর্থা ভাবে অনেকেই চিকিৎসা করতে পারে না।চিকিৎসা সেবার মহতী উদ‍্যোগকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং আর্থিক অস্বচ্ছল রুগিদের কষ্ট কিছুটা লাঘবের মহৎ উদ্দেশ‍্য নিয়ে অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন মানব সেবায় নিয়োজিত কিছু উদ‍্যোমী ব‍্যক্তিকে নিয়ে প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন।  প্রতিষ্ঠানের সার্বিক ব‍্যবস্থাপনায় নিয়োজিত ও অর্থ সম্পাদক মোঃ শাহারিয়ার ইসলাম সবুজ।সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন বলেন চিকিৎসা সেবা কে মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার উদ্দেশ‍্যে এবং অর্থা ভাবে বিনা চিকিৎসায় যেনো কোন মানুষ অকালে পঙ্গুত্ব বরন না করেন।

    হাড়ের চিকিৎসা নিতে আসা অনেকে বলেন এই প্রতিষ্ঠানের মাধ‍্যমে আমরা সহজেই হাড়ের চিকিৎসা নিতে পারছি পাশাপাশি ৩৫০শ টাকা ব‍্যয় করে হাড় ক্ষয়ের পরীক্ষা করতে হচ্ছে না যেটা বিনা পয়সায় পরীক্ষা করতে পারছি।দোয়া করি এই প্রতিষ্ঠান যেনো আরো অনেক দুর এগিয়ে যায়। ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প পরিচালনায় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল রানা,তথ‍্য সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য সহযোগী প্রমুখ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content