• Top News

    জঙ্গি আটক পুরোনো নাটক: ফখরুল

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৭:১৫:২৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সম্প্রতি সিলেট ও কুলাউড়ায় অভিযান চালিয়ে জঙ্গিদের আটককে পুরোনো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

    ফখরুল বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মন্ত্রীদের এখন প্রায় বলতে শোনা যায়, বিএনপি নির্বাচনে আসুক, না আসুক তাতে কিছু আসে যায় না। আরও বলতে শোনা যায় বিএনপি নাশকতা করবে, বিএনপি অগ্নিসংযোগ করবে। কদিন আগেই একই নাটক আপনারা দেখেছেন। সে নাটক কী? হঠাৎ করে এক গ্রামে রেড করে ১০ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৬ জন মহিলা, ৪ জন শিশু। তাদের অপরাধ কী? তারা নাকি জঙ্গিদের আশ্রয় দিয়েছে। ওখানে নাকি বিস্ফোরক পাওয়া গেছে। এ কথা আপনারা বিশ্বাস করেন?

    তিনি বলেন, তারা এর আগে ঘোষণা দিলে দেশে কোনো জঙ্গি নেই। তারা বলেছে, দেশ থেকে জঙ্গি নির্মূল হয়ে গেছে। তাহলে এত জঙ্গি কোথা থেকে এল। কাজেই জঙ্গি অভিযান ও জঙ্গি গ্রেপ্তার তাদের পুরোনো নাটক। এসব করে জনগণকে আর বোকা বানানো যাবে না। যা আপনারা ঢাকার সমাবেশের উপস্থিতিতে জানিয়েছেন।

    বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের কাছে কথা বলা যায় না। তারা কথায় কথায় মামলা দেয়। এখন পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের নামে মামলা দেয়া হয়েছে। তাদের লক্ষ্য একটাই, গত দুই নির্বাচনের মতো এবারেও তারা একই রকমভাবে নীল নকশা এঁকে পার হতে চায়। ফাঁকা মাঠে গোল দিতে চায়। আপনারা জানেন খেলায় ওয়াক ওভার দেয়া হয়। কিন্তু এবারের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ওয়াক ওভার পেতে দেবে না।

    ফখরুল বলেন, আপনারা ঘুম পাড়ানির গান শুনেছেন, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এল দেশে। এ বর্গী হলো ডাকাত। এখন আওয়ামী লীগ ঘুম পাড়ানির গানের বর্গীদের চেয়েও খারাপ হয়ে গেছে। তারা এ দেশের মানুষের টাকা ডাকাতি করে বিদেশে বাড়ি গাড়ি করছে। আওয়ামী লীগ সবকিছুকে দলীয়করণ করেছে। পুলিশ এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করে।

    তিনি বলেন, এ দেশের মালিক জনগণ। ৭১ সালে মানুষ দেশ স্বাধীন করেছে। আন্দোলন করে স্বৈরাচার সরকার পতন করেছে।

    মির্জা ফখরুল বলেন, আমাদের বসে থাকার আর কোনো সময় নাই। আবারও সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার পতনের এক ধাক্কা দিতে হবে।

    এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content