• ধর্ম ও ইসলাম

    অভাব থেকে বাঁচার দোয়া

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৬:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) আমাদের জীবনে অনেক সময় আল্লাহ তায়ালা আমাদের অনেক পক্ষিা নিয়ে থাকনে এবঙ এর জন্য আমরা হতাশা হয়ে যাই এবং আমরা সেই পরিক্ষায় পাশ করতে পারিনা আমরা যদি এই আল্লাহ তায়ালার পরিক্ষা দেওয়ার সময় আল্লাহ তায়ালাকে স্বরন করি আল্লাহ তায়ালা অনেক খুশি হবেন। এবং যখনি অভাব গ্রস্ত হবো তখনি এই দোয়া পড়বো এবঙ আল্লাহ তায়ালা আমাদের অভাব দূর করে দিবেন।

    বাংলা উচ্চারণ নিচে দেওয়া হলো।

    উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা

    অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি।

    উপকার : আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৭৯)

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।