• শিক্ষাঙ্গন

    দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৭৩৩ জন, বহিষ্কার-২

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৩:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

    মাহবুবুল হক খান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৭৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
    দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুন-অর-রশীদ মন্ডল জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট-২০২৩) দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৭৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ওই দিনের পরীক্ষায় নীলফামারী জেলায় দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল শুণ্য দশমিক ৭৩ শতাংশ।
    শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুন-অর-রশীদ মন্ডল আরো জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ১৫১ জন, গাইবান্ধা জেলায় ৮৪ জন, নীলফামারী জেলায় ১২০ জন, কুড়িগ্রাম জেলায় ১০৫ জন, লালমনিরহাট জেলায় ৪১ জন, দিনাজপুর জেলায় ১২১ জন, ঠাকরগাঁও জেলায় ৬৩ জন ও পঞ্চগড় জেলায় ৪৮ জন।
    উল্লেখ্য, রংপুর বিভাগের অধীন ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষাবোর্ডের ২০৫ টিকে কেন্দ্রের মাধ্যমে ৬৬৩ টি কলেজের ১ লাখ ১০ হাজার ৮৯০ জন্য পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর-২০২৩ তারিখ এইচএসসি পরীক্ষা শেষ হবে।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content