• Top News

    পাকিস্তান-আফগান সীমান্তের কাছে বিস্ফোরণ, নিহত ১৩

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ২:২২:২৮ প্রিন্ট সংস্করণ

    সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। দেশটির পুলিশের একজন কর্মকর্তা আজ রোববার এ তথ্য জানান। খবর ডনের।

    উত্তর ওয়াজিরিস্তান জেলার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাক-আফগান সীমান্তের কাছে শাওয়ালে এ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে শ্রমিকদের বহনকারী ভ্যান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

    পুলিশের ইনস্পেক্টর আবরার ডনকে বলেছেন, ডজনের বেশি শ্রমিক শনিবার রাতে যখন শাওয়াল থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যাচ্ছিল তখন এ বিস্ফোরণ হয়।

    পুলিশের কর্মকর্তারা বলেন, শ্রমিকদের বহনকারী প্রাইভেট গাড়িটি গুল মীর কোর এলাকায় একটি ল্যান্ডমাইনে আঘাত হানে। এ ঘটনার পরেই সূত্র জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়।

    স্থানীয় নেতা ইয়ার গুল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর কনভয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা রাস্তার পাশে বোমা পুঁতে রেখেছিল। ওই এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, নিরাপত্তা বাহিনীর কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।

    বর্তমানে ওই এলাকার সকল ধরনের মোবাইল পরিষেবা স্থগিত রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content