প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১:২৫:৩৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মস্কোর নির্মাণাধীন এক ভবন ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবইয়ানিন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মস্কোর মোজহাইস্ক ও খিমকি জেলার দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। কারা হামলা চালিয়েছে তাও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে রুশ কর্মকর্তারা বলছেন, মস্কোকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কো সিটি কমপ্লেক্সের একটি নির্মাণাধীন ভবনে এই হামলা চালানো হয়। ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটিতে আঘাত আনে। পাঁচতলা ওই ভবনের বিপরীতে থাকা ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।