
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) তামিম ইকবালের সরে যাওয়ার পর সাকিব আল হাসান এখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। আর এবার টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। এরই মাঝে নিজস্ব ভেরিফাইড ফেইসবুক পেইজে রহস্য ঘেরা পোষ্ট দিলেন তিনি। পোষ্টে জানিয়েছেন আর খেলবেন না তিনি!
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় তিনি পোষ্ট করেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ তবে এ স্ট্যাটাসের বিষয়ে ঝেড়ে-কাশেন নি এখনও।
মুশফিকুর রহিম, তামিম ইকবালরা এর আগে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের বিদায়ের কথা জানিয়েছেন। তবে কি সাকিব ও একই ভাবে বিদায় নিচ্ছেন, প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।
তবে অনেক ক্রীড়াবিদরা মনে করছেন সাকিবের এই পোষ্ট বিজ্ঞাপন বা প্রচারণা কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা বেশি। কারন, আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান অনেকখানিই নির্ভর করছে তার উপরে। -নিউজ ডেস্ক