প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৬:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ১৭ আগস্ট ড. ইউনূসকে এই চিঠি লিখেন তিনি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয়। চিঠিতে ড. ইউনূসকে ‘প্রিয় প্রফেসর ইউনূস’ বলে সম্বোধন করেন ওবামা তিনি বলেন, মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা ও তাদের পরিবার ও সম্প্রদায়কে দারিদ্রের কষাঘাত থেকে মুক্ত করার নিমিত্তে আপনার যে প্রচেষ্টা, আমি অনেকদিন ধরেই তা দ্বারা অনুপ্রাণিত।
ওবামা বলেন, ২০০৯ সালে যখন আপনার সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়, তখন আমি বলেছিলাম কিভাবে আপনার কাজ বিশ্বের কোটি কোটি মানুষকে তাদের আপনশক্তি খুঁজে পেতে অনুপ্রেরণা যুগিয়েছে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আশা করি এটা জেনে আপনি খুশি হবেন যে যাদের ভাগ্য পরিবর্তনে আপানি চেষ্টা করেছিলেন এবং আমাদের মতো যারা সবার জন্য একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ভবিষ্যত গঠন করে যায় তারা আপনাকে নিয়ে চিন্তা করে। আমি আশা করি আপনি স্বাধীনভাবে এই গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে পারবেন।’ -নিউজ ডেস্ক