• সারাদেশ

    শিবগঞ্জে নিউ আইডিয়াল কোচিং সেন্টারের উদ্বোধন

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৮:৫২:৩০ প্রিন্ট সংস্করণ

    রবিউল ইসলাম রবি (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বগুড়ার শিবগঞ্জে মেধা বিকাশের অঙ্গীকার নিয়ে নিউ আইডিয়াল কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলার অভিরামপুরে (গাজমেতলা) এ কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী পবন কুমার। অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, অভিভাবক সদস্য মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শয়ন, সমাজ সেবক আতিকুর রহমান, শিক্ষক ইজাজুল করিম, রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী সাজু মিয়া। এসময় উপস্থিত ছিলেন নিউ আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ, গোলাম রব্বানী বিটুল, গোলাম আজম, আব্দুল কাদের প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ কোচিং সেন্টারের যাত্রা শুরু হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content