• Top News

    বঙ্গবন্ধু ও সাঈদীর জানাজার ছবি তুলনা, বরখাস্ত রুয়েট কর্মকর্তা

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ৮:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর বিষয় শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

    বহিষ্কৃত কর্মকর্তা মো. মিলনুর রশিদ রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার এবং রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য। ঘটনাটি জানাজানি হওয়ার পর পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে এবং তদন্ত কমিটির তদন্তের স্বার্থে যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    রুয়েট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজার ছবি দাবি করে একটি ছবির সঙ্গে সম্প্রতি মারা যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার ছবির তুলনা করে ফেসবুকে পোস্ট দেন ওই কর্মকর্তা। এ ঘটনায় গতকাল সোমবার রুয়েট শাখা ছাত্রলীগ প্রতিবাদ জানান। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।

    যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফীকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- শহীদ শহীদুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আলী হোসেন এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক মুফতি মাহমুদ রনি। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content