প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১২:৪৪:০২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। নব্বইয়ের দশক থেকে রোম্যান্টিক কমেডি হোক আর অ্যাকশন, যে কোনো ধরনের সিনেমাতেই চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে ১০ বছর পার করছেন রানী-আদিত্য। এবার আদিত্যের অনেক অজানা কথা ফাঁস করে দিলেন রানি। সঙ্গে শেয়ার করলেন তাদের সুখী দাম্পত্যের চাবিকাঠি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে রানি জানান, একঘেয়ে জীবন যাপন একেবারেই পছন্দ নয় তার। বরং, স্বামী আদিত্যকে চমকে দিতে ভালোবাসেন তিনি।
রানি বলেন, ‘আমার কাছে আদির সঙ্গে কাটানো সেরা সময় হলো যখন আমরা একসঙ্গে সিনেমা দেখি। আর এ কাজটা আমরা প্রতি সপ্তাহে শুক্রবার যশরাজ স্টুডিওতে করি; কিন্তু যখন দেশের বাইরে থাকি, তখন তো সব জায়গাতেই একসঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটি, সেটা বেশ মজার…ভালো লাগে। এরপর সিনেমার টিকিট কেনার লাইনে দাঁড়ানো, পপকর্ন কেনা। আজকাল তো পিৎজাও পাওয়া যায়। বেশ ভালো খাবার পাওয়া যায় (সিনেমা হলে)। খেতে খেতে পছন্দের ছবি দেখা, দারুণ এক অভিজ্ঞতা’।
ব্যক্তিগত জীবনকে বরাবর ক্যামেরার বাইরেই রেখেছেন রানি ও আদিত্য। মেয়ে আদিরাকেও সেভাবেই বড় করেছেন তারা। তবে রানি জানান, আত্মজীবনী লিখলে তাতে হয়তো নিজের দাম্পত্য জীবন নিয়ে আরও কিছু কিছু কথা লিখবেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সালে পায়েল খান্নাকে বিয়ে করেন আদিত্য, ২০০৯ সালে এ সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই রানি-আদিত্যর প্রেমের গুঞ্জন ডানা মেলতে শুরু করে। অনেকেই দাবি করেন, রানির প্রতি আকৃষ্ট হওয়ার জেরেই পায়েলকে ডিভোর্স দেন আদিত্য। তবে সেই অভিযোগ ওড়িয়ে দেন রানি। -নিউজ ডেস্ক