• Top News

    ইবাদতের বিশ্বকাপ স্বপ্নও শেষ

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৩:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

    ইবাদত। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চোটের কারণে এশিয়া কাপের পর ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়লেন ইবাদত হোসেন। আজ বুধবার লন্ডনে এই ফাস্ট বোলারের হাঁটুতে অস্ত্রোপচার হচ্ছে। জানা যায়, তার পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন মাস সময় লাগবে। ফলে ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আসরে তাকে পাওয়া যাচ্ছে না।

    এ ব্যাপারে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’

    অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন ২৯ বছর বয়সী ইবাদত। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে।

    এর আগে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তার জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। তবে এবার বিশ্বকাপও শেষ হয়ে গেল তার।

    ১২ ওয়ানডে খেলা ইবাদত ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content