• খেলাধুলা

    শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    অনুশীলন করছে বাংলাদেশ দল

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে আজ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুদল। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান টাইগাররা।

    সাকিব আল হাসানের অধিনায়কত্বে এবার বড় স্বপ্ন বাংলাদেশের। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে তারা, তবে শিরোপায় চুম্বন এঁকে দিতে পারেনি কখনোই। এবার অপেক্ষার অবসান ঘটানোর পালা। তবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখলেও বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার ফোরে খেলা। এ জন্য ম্যাচ ধরে ধরে এগোতে চান সাকিবরা।

    এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে গত ৩১ জুলাই থেকে অনুশীলন করেছে বাংলাদেশ। গত রোববার তারা ক্যান্ডিতে পৌঁছান। পরদিন থেকে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে। তবে একাদশ নির্বাচন নিয়ে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। শ্রীলংকা ম্যাচের আগের দিন লিটনের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া ও অনুশীলনে মোস্তাফিজের হাতে আঘাত পাওয়াটা তাদের চিন্তার কারণ। ক্যান্ডির উইকেট হবে ব্যাটিং-সহায়ক। ৩০০-এর বেশি রান হবে, এমনটা ভেবেই একাদশ নির্বাচন করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

    একাদশে তিন পেসারকে খেলানোর সম্ভাবনা বেশি। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে অভিষেক হতে পারে তানজীদ হাসান তামিমের। একজন ব্যাটসম্যান বেশি খেলালে শেখ মাহেদী; আর যদি বিশেষজ্ঞ স্পিনারকে খেলানো হয় তাহলে নাসুম থাকবেন একাদশে। -নিউজ ডেস্ক

    শ্রীলংকা ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে এমনটা- বিজয়, তামিম, শান্ত, সাকিব, তাওহীদ, মুশফিক, মিরাজ, মাহেদী/নাসুম, মোস্তাফিজ, তাসকিন ও শরিফুল।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content