• Top News

    দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত ৫২

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১:৫৫:২২ প্রিন্ট সংস্করণ

    এখন পর্যন্ত ৫২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে আগুনে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    জোহানেসবার্গের জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলানজি বলেন, আজ বৃহস্পতিবার সকালে ভবনটিতে আগুন লাগে। এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো উদ্ধারকাজ চলছে। ৪৩ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তবে এখনো আগুনের কারণ জানা যায়নি বলেই জানান জোহানেসবার্গের জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content