• Top News

    মিরাজ-শান্ত জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

    ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। ছবি: টুইটার

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  ওপেনিংয়ে দারুণ শুরুর পর দুই ওভারে ২ উইকেট। খানিকটা চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব পড়ে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ওপর। সেই দায়িত্ব এখনো পর্যন্ত সূচারুভাবে পালন করে যাচ্ছেন বয়সভিত্তিক দল থেকেই সতীর্থ এই দুই ক্রিকেটার। এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন মিরাজ।

    এশিয়া কাপের বাঁচামরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২। ৫৪ রান নিয়ে একপাশে মিরাজ, আরেক পাশে ৩৬ রানে অপরাজিত শান্ত।

    এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মাত্র ৭ ওভার ৫ বলেই পূরণ হয় দলীয় অর্ধশতক। প্রথম পাওয়ার প্লের একেবারে শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬০ রানের মাথায় ৩২ বলে ২৮ রান করা মোহাম্মদ নাইমকে বোল্ড করেন স্পিনার মুজিব-উর-রহমান। ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে তিনে নামলেও সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়। পরের ওভারেই গুলবাদিন নাইবের বলে ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান করার আগেই। এরপরই জুটি বাঁধেন শান্ত ও মেহেদী।

    এশিয়া কাপে এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। জয় পেলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে। সেই ম্যাচে শ্রীলংকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর খেলবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে প্রত্যেক দলের একটি করে জয় হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুপার ওভারের দিকে।

    এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।