• Top News

    সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। এর মাধ্যমে ঢাকার সঙ্গে দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

    তিনি জানান, দীর্ঘ বিলম্বের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর দুপুর ২টা ৩০ মিনিটে প্ল্যাটফর্ম ছেড়েছে।

    এর আগে আজ সকাল ১০টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন। এতে ঢাকার সঙ্গে দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুরে তাদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content