• Top News

    শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নয়াদিল্লিতে আগামী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তিস্তার পানিবণ্টনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

    আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

    পররাষ্ট্রসচিব বলেন, ‘৮ তারিখ সন্ধ্যার সময় বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু রয়েছে। সবগুলো নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির বিষয়ে কথা বলব। এরপর এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।’

    তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। পুরো দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ করার সুযোগ হবে না। তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলো নিয়ে আলাপ হবে।’

    আগামী শুক্রবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই দিন শনিবার ও রোববার নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। -নিউজ ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content