প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৩:৪০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নামে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে মানিকের বাবা আবদুল বাতেন বাদী হয়ে রৌমারী থানায় মামলাটি করেন। আজ মঙ্গলবার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
এ বিষয়ে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, মানিক সীমান্তে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। রৌমারীর কয়েকটি ইউনিয়ন ভারতীয় সীমান্তঘেষা এবং এসব সীমান্ত এলাকায় মানিকের মতো কয়েকশ’ যুবক চোরাচালানের সঙ্গে জড়িত।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, মানিকের বাবা বাদী হয়ে বিএসএফের নামে হত্যা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন, সীমান্তে গুলির ঘটনায় গতকাল বিকেল সাড়ে ৪টার সময় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বিএসএফের পক্ষ থেকে গুলির ঘটনা স্বীকার করেছে। আমরা সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়েছি। নিহতের বাবা বিএসএফের নামে হত্যা মামলা করেছে এমন তথ্য আমার কাছে নেই। যদি মামলা করে থাকে তবে আমি আমার হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে আইনি প্রক্রিয়ায় যাব। -সূত্র : আমাদের সময়