• Top News

    পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগ্রহীত

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তে নুর ইসলাম (২৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের ৭৫২ এর ২ নম্বর সাব পিলারের ১০০ গজ ভেতরের মোমিনপাড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মৃত নুর ইসলামের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার।

    হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘গভীর রাতে গুলির আওয়াজ পায় স্থানীয়রা। পরে সকালের দিকে একটি মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।’

    এ বিষয়ে কথা বলতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বাংলাদেশের ঘাগড়া ও ভারতের বেরুবাড়ি সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহালে মরদেহের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content