প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শ্রীলঙ্কার বিপক্ষে হারের জন্য ব্যাটিংকে তো বটেই, নিজেদের বোলিংকেও দায় দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
কলম্বোয় শনিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে ২১ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের পর লঙ্কানদের বিপক্ষে হারের ফলে ফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে গেল টাইগারদের।
এদিন টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে যদিও ৯ উইকেটে ২৫৭ রানে আটকে রেখেছি তারা। কিন্তু লক্ষ্য তাড়ায় ৪৮.১ ওভারে গুটিয়ে যায় ২৩৬ রানেই।
ম্যাচ শেষে সম্প্রচার সংস্থার সঙ্গে কথা বলার সময় হারের কারণ হিসেবে সাকিব বলেন, ‘এই রান তাড়া করতে হলে আমাদের ৮০ থেকে ১০০ রানের জুটি গড়তে হতো। আমাদের শীর্ষ চার ব্যাটসম্যান পর্যাপ্ত রান পায়নি এবং শুরুতে আমরা ভালো বোলিং করিনি।’
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। সাকিব মনে করেন এটা সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বোলাররা সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, ‘আমি ভেবেছিলাম টস জেতাটা আমাদের পক্ষেই এসেছে। আমরা অবশ্য বোলিংয়ে আশা অনুযায়ী ভালো করতে পারিনি। উইকেটে বোলারদের জন্য সুবিধা ছিল। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। শ্রীলঙ্কাকেও কৃতিত্ব দিতে হবে। আমরা এরপর অবশ্য ভালোভাবেই ফিরে আসি। কিন্তু সাদিরা (সাদিরা সামারাবিক্রমা) খুব ভালো খেলেছে।’
সাদিরা সামারাবিক্রমাই লঙ্কানদের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। ৭২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া কুশল মেন্ডিস ৭৩ বলে ৫০ ও পাথুম নিশাঙ্কা ৬০ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার মাঝে তাওহিদ হৃদয় ৯৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলেছেন। সাকিবের কণ্ঠে ছিল তার প্রশংসা, ‘হৃদয় দারুণ খেলেছে। সে এখানে এলপিএল খেলেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে সে।’
তবে কোনো অজুহাত দিতে চাননা বাংলাদেশ অধিনায়ক, ‘ও (হৃদয়) যদি আরেকটু বেশি সময় ব্যাট করতে পারতো, এমন যদি কিন্তু থাকবে সব সময়। তবে শ্রীলঙ্কা তুলনায় ভালো খেলেছে বলেই জিতেছে।’ -নিউজ ডেস্ক