প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৯:৫৩:৪৪ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুর শহরোস্থ ষষ্টিতলা-পশ্চিম মিশনরোড এলাকায় পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৯টায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন অত্র হাড্ডি গুদাম-পশ্চিম মিশন রোড এলাকার আলমের স্ত্রী বিলকিস (৪৬)।
ঘটনাার খবর পেয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টুকরো হওয়া লাশ জিআরপি থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীরা জানান, আলম মসজিদের পাশেই হোটেলের দোকান করতো। তার স্ত্রী মনোয়ারা মনোর এক ছেলে-এক মেয়ে থাকা সত্ত্বেও আলম পাশেই তার খালা শ্বাশুড়ী বিলকিস (৪৬) সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ে করে ঢাকায় চলে যায়। গতকাল দিনাজপুরে আসার পর বিয়ের বিষয়টি জানাজানি হলে রাতে দুই সতীনে তুমুল ঝগড়া বাধে। এক পর্যায়ে শনিবার সকাল ৯টায় দিনাজপুর হতে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাপ দিয়ে বিলকিস আত্মহত্যা করেন। নিহতের লম্পট স্বামী আলমকে জিআরপি পুলিশ আটক করে জিআরপি থানায় নিয়ে যায়। নিহতের বিলকিস বেগমেও একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান ছিল।