• Top News

    জামালপুরের মতো ডিসিদের নিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    - ছবি - ইন্টারনেট

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত বলেছেন, জামালপুরের ডিসি বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এমন ডিসিদের নিয়ে নির্বাচন করতে হবে বিষয়টি এমন নয়। এদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না।

    আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজ, সাংবাদিক, অধ্যাপক, নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে বসে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন; প্রত্যাশা ও বাস্তবতা’ প্রতিপাদ্যে আলোচনা ও পর্যালোচনামূলক সভায় তিনি এসব কথা বলেন।

    নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে সাবেক কমিশনার বলেন, এসব ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কী করবেন। কিভাবে কাজ করবেন। একজেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন। একই ডিসিদের রিটার্নিং করাতে হবে- বিষয়টি এমন নয়।

    সাবেক নির্বাচন কমিশনার বলেন, কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে। বড় বড় অবজারভার সেখানে ছিল। ভোটে কখনো অভিযোগ হয়নি। আপনাদের ওপর আস্থা রাখা কঠিন। আপনাদের হাত-পা বেঁধে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন। কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরে নেবেন।

    তিনি বলেন, আমি বার বার বলছি ভোটে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিয়োগ নিয়ে। ঢাকায় দেখলাম একটা প্রার্থীকে মারা হলো, এটা কিভাবে হলো? পলিটিক্যাল পার্টি সেন্টার পাহারা দেয়। কার ভোটার কে এরা জানে? প্রত্যেক সেন্টারে পাহারা দেয়। এদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে। কারণ এদের কারণে ভোটার কেন্দ্রে যেতে পারে না। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content