• রংপুর বিভাগ

    দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৪:০০:১৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল। উদ্ধারকৃত মাদকদ্র্যব্যের আনুমানিক মূল্য ১৫লাখ টাকা ।
    আটক আবুজার আলী শেখপুরা ইউনিয়নের মৃত জাফর উদ্দিনের ছেলে ।
    তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা ।
    বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান,তারা দীর্ঘদীন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল । মাদকদ্রব্য মুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে। তথ্য দিয়ে সহযোগিতা করারও আহবান জানান তিনি ।
    এ ব্যাপারে অভিযুক্ত মাদককারবারি আবুজার ও সহযোগী সেলিনার (পলাতক) বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিদর্শক হাসিবুল হাসান ।আটক মাদককারবারি আবুজারকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content