• বিনোদন

    স্ত্রীর পাশেই সমাহিত পরিচালক সোহানুর রহমান

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

    - ছবি - ইন্টারনেট

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানকে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হয়েছে। স্ত্রী ও তার ইচ্ছে ছিল মৃত্যুর পর দু’জনকে যেন পাশাপাশি দাফন করা হয়।

    গতকাল বুধবার দুপুরে ঘুমের মধ্যে মারা গেছেন সোহানুর রহমান। এক দিন আগে মঙ্গলবার মৃত্যু হয়েছে তার স্ত্রীর। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে স্বজনরা। সোহানুর রহমানের জানাজার নামাজে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content