প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ১০:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলা আহলে হাদীস জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে মসজিদের অবশিষ্ট জায়গা ফিরে পেতে দিনাজপুর স্টেশন রোডস্থ মসজিদের পাশেই এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। অত্র মুসল্লী মসজিদ কিিমটর সাধারণ সম্পাক আফতাব উদ্দীনের নেতৃত্বে মানব বন্ধনে অংশ নেয় মুসল্লীরা।
মুসল্লীদের সাথে জমি উদ্ধারের জন্য মানব বন্ধনে অংশ গ্রহণ করেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি জনাব, রাশেদ পারভেজ। দিনাজপুর জেলা যুব লীগ সভাপতি বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে মসজিদের জায়গায় জোরপূর্বক আর.সি.সি পিলার স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদের জায়গায় পিলার স্থাপন করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধর্মপ্রাণ মুসল্লীরা বলেন, এই মসজিদে এতিম-অনাথ শিশুরা থাকে। তাদের স্বার্থে এই পিলার ভাঙ্গার দরকার। আমরা এই মানব বন্ধনের মাধ্যমে স্থানীয় প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি।